মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে ঝামেলা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজে ব্যস্ত নন। তিনি এখন এসব নিয়ে ব্যস্ত।’
সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থানবার্গ গাজা পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইল ‘ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়’ এবং ‘গাজা দখল করতে চায়’— যা তাঁর মতে একটি সুস্পষ্ট গণহত্যার ইঙ্গিত বহন করে।
বিশ্বখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে অদ্ভুত, কম বয়সী ও রাগী বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ম্যাডলিন জাহাজে করে গাজায় ত্রাণ পৌঁছানোর গ্রেটার প্রচেষ্টারও নিন্দা করেছেন তিনি।